ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ২ ট্রলারসহ ১৯ জেলে আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
পাথরঘাটায় ২ ট্রলারসহ ১৯ জেলে আটক ২ ট্রলারসহ ১৯ জেলে আটক

পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটার বিষখালী ও বল্বেশর নদীর মোহনার লালদিয়ার দক্ষিণ থেকে বিপুল পরিমাণ জাটকা ও দুই ট্রলারসহ ১৯ জেলেকে আটক করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে পাথরঘাটা থানা, চরদুয়ানী নৌ পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। ট্রলার দু’টি হলো এফবি মায়ের দোয়া ও এফবি ছোট হুজুরের দোয়া।

আটক জেলের মধ্যে আল-আমিন খান, কাওসার, জাকির হোসেন, মনির মিয়া, সোহেল খান, আমির খান, এমাদুল, মমেন মাঝি, আনোয়ার হোসেন, আব্দুল জলিল, সাইকুল, খাইরুল ও মাইনুলের নাম জানা গেছে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বাংলানিউজকে জানান, মঙ্গলবার গভীর রাতে বিষখালী ও বল্বেশর নদীর মোহনায় পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযান পরিচালনা করা হয়। বুধবার ভোরে বিষখালী-বলেশ্বর নদীর মোহনার লালদিয়ার দক্ষিণ থেকে প্রায় ২৫ মণ জাটকা, এক হাজার ঘনফুট জাল, দুইটি ট্রলারসহ ১৯ জেলেকে আটক করা হয়। এর মধ্যে একটি ট্রলারের মালিক চরদুয়ানী ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহম্মেদ ফিরোজের ছেলে কামরুল হুদা বনি, অপরটির মালিকের নাম জানা যায়নি।

সকালে জাটকাগুলো গরীবদের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়া ট্রলার দু’টি প্রকাশ্য নিলামে বিক্রি করা হবে এবং আটক জেলেদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।