ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে মাদকদ্রব্যসহ আটক ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
কোম্পানীগঞ্জে মাদকদ্রব্যসহ আটক ১১

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ ১১ জনকে  আটক করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজাসহ মাদকের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে তাদের আটক করা হয়।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।

আটক ব্যক্তিরা হলেন-কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আমির উদ্দিন মিয়াজীবাড়ীর আবুল মালেকের ছেলে গোলাম সরোয়ার লিটন (৩৫), চরফকিরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মতিন মাস্টারবাড়ীর সুরেন্দ্র চন্দ্র ভৌমিকের ছেলে বিক্রম কুমার ভৌমিক (২৬)সহ ১১ জন।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুদ্দীন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এসময় ১১ জন মাদক ব্যবসায়ী ও সেবীকে আটক করা হয়। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।