ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় কম্পিউটার ব্যবসায়ী গুলিবিদ্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
খুলনায় কম্পিউটার ব্যবসায়ী গুলিবিদ্ধ

খুলনা: খুলনায় নাজমুল আহসান (৪০) নামে এক কম্পিউটার ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৭ট‍ার দিকে খুলনা মহানগরীর আহসান আহমেদ রোডে এ ঘটনা ঘটে। 

নাজমুল আহসান আহমেদ রোডের ন্যাশনাল টাওয়ারের বাসিন্দা। মহানগরীর জলিল সুপার মার্কেটে ‘চিপস অ্যান্ড বাইটস’ নামে তার কম্পিউটারের দোকান রয়েছে।

জলিল সুপার মার্কেটের কম্পিউটার ব্যবসায়ী সমিতির সভাপতি শ‍াহিদুল হক সোহেল বাংলানিউজকে জানান, নাজমুল প্রাত‍ঃভ্রমণে বের হলে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে পেছন থেকে গুলি করে পালিয়ে যায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নাজমুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এমআরএম/আরআর/এএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।