ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে সেনাবাহিনীর ডগ স্কোয়াডের গাড়ি উল্টে আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
নাটোরে সেনাবাহিনীর ডগ স্কোয়াডের গাড়ি উল্টে আহত ৩

নাটোর: নাটোরের গুরুদাসপুরে সেনাবাহিনীর ডগ স্কোয়াডের একটি গাড়ি উল্টে তিন সেনা সদস্য আহত হয়েছে। এ ঘটনায় ডগ স্কোয়াডের একটি কুকুর মারা গেছে এবং তিনটি কুকুর আহত হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার সময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত সেনা সদস্যদের নাম পরিচয় জানা যায়নি।

তাদের কাদিরাবাদ সেনানিবাসের সিএমএইস-এ ভর্তি করা হয়েছে।  

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম সামসুন নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদের রাজশাহী আগমন উপলক্ষে তার নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর ডগ স্কোয়াডের ১১ সদস্যের একটি দল সকালে ৬টি কুকুর নিয়ে একটি পরিবহনে করে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হয়।

পথে গুরুদাসপুর উপজেলার নয়াবাজার হাজিরহাট এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে পৌঁছালে ডগ স্কোয়াডের গাড়ির সঙ্গে ইটবাহী ইঞ্জিন চালিত একটি ট্রলির ধাক্কা লাগে।

এতে সেনাবাহিনীর গাড়িটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় ৩ সেনা সদস্য আহত এবং ঘটনাস্থলেই একটি কুকুর মারা যায় ও তিনটি কুকুর আহত হয়।

ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের কাদিরাবাদ ক্যান্টনমেন্ট সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।