ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ১৫ মণ জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
ভোলায় ১৫ মণ জাটকা জব্দ

ভোলা: ভোলা সদরের খেয়াঘাট ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১৫ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে জাটকাগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ সাজ্জাদুর রহমান বাংলানিউজকে জানান, জাটকা নিয়ে শ্যালো ইঞ্জিন চালিত দু’টি নসিমন ভোলা থেকে অন্য এলাকায় যাচ্ছিল।

খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল খেয়াঘাট ব্রিজে অবস্থান নিয়ে নসিমন দু’টিকে থামায়। এসময় দুই নসিমন থেকে প্রায় ১৫ মণ জাটকা জব্দ করা হয়।

পরে সকাল ১১টার দিকে জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা ধরা, পরিবহন, বাজারজাতকরণ, বিপণন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। জাটকা রক্ষায় মৎস্যবিভাগ ও কোস্টগার্ডের এমন অভিযান চলবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।