বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে জাটকাগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ সাজ্জাদুর রহমান বাংলানিউজকে জানান, জাটকা নিয়ে শ্যালো ইঞ্জিন চালিত দু’টি নসিমন ভোলা থেকে অন্য এলাকায় যাচ্ছিল।
পরে সকাল ১১টার দিকে জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা ধরা, পরিবহন, বাজারজাতকরণ, বিপণন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। জাটকা রক্ষায় মৎস্যবিভাগ ও কোস্টগার্ডের এমন অভিযান চলবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এজি/এসআই