ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় মোনালিসা উইমেন্স ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
বগুড়ায় মোনালিসা উইমেন্স ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক সেমিনার বগুড়ায় মোনালিসা উইমেন্স ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক সেমিনার

বগুড়া: বগুড়ায় মোনালিসা উইমেন্স ক্লাবের উদ্যোগে ‘নারীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা’ শীর্ষক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের ভাণ্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের (বিডি অ্যান্ড বিআই) সিনিয়র এক্সিকিউটিভ সুমাইয়া সুহাইলার সঞ্চালনায় সেমিনারে নারীদের পিরিওডকালীন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন গাইনি বিশেষজ্ঞ ডা. মনোজ্ঞ চিত্রলেখা কুন্ড।

এ সময় উপস্থিত ছিলেন- অত্র প্রতিষ্ঠানের রাজশাহী বিভাগের ডেপুটি সেলস ম্যানেজার মো. নাজমুল হাসান, জসিমুদ্দিন প্রমুখ।

সেমিনারের শুরুতেই সুমাইয়া সুহাইলা বলেন, মোনালিসা উইমেন্স ক্লাব নারীদের জন্য একটি সাধারণ প্লাটফর্ম। যেখানে তারা তাদের চিন্তা চেতনাকে একে অপরের সঙ্গে বিনিময়ের সুযোগ খুঁজে পাবেন। নারীত্বকে উদযাপন করতে পারবেন। এ লক্ষ্য সামনে রেখে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে দেশের জাতীয় পর্যায়ে বিভিন্ন স্কুল ও কলেজে এমন সেমিনার করা হচ্ছে।
বগুড়ায় মোনালিসা উইমেন্স ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
তিনি বলেন, বিশ্বস্ত ব্রান্ড মোনালিসা সেনেটারি ন্যাপকিন ২০০৪ সাল থেকে নারীদের স্বাস্থ্য ও হাইজিন ব্যবস্থাপনায় বাজারে ব্যাপকভাবে সুপরিচিত একটি নাম।

ডা. মনোজ্ঞ চিত্রলেখা কুন্ড উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নয় থেকে বার বছরের মধ্যে কন্যা শিশুদের দেহে পরিবর্তন আসতে শুরু করে। এটা কোনো অভিশাপ নয়। প্রকৃতির স্বাভাবিক নিয়মেই এটা ঘটে থাকে। এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। মাসিক মানেই মা হওয়ার প্রক্রিয়া শুরু।

পিরিওডকালীন সময়ে প্রত্যেক নারীকে যত্নবান হতে হবে। এ সময় ইনফেকশন হওয়ার সুযোগ থাকে। তাই যা ইচ্ছে ব্যবহার করা যাবে না। মানসম্পন্ন সেনেটারি প্যাড ব্যবহার করতে হবে। এক্ষেত্রে মোনালিসা সেনেটারি প্যাড অত্যন্ত ভালো নিরাপদ বলে মন্তব্য করেন এই গাইনি বিশেষজ্ঞ।

তিনি আরও বলেন, এটা ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বাড়াতে হবে।

এ সময় মাসিকের আগে ও পরে যেসব সমস্যা হয় তা নিয়ে আলোচনা করেন তিনি। সঙ্গে সমস্যা সমাধানকল্পে উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন ডা. মনোজ্ঞ চিত্রলেখা কুন্ড।

শেষে মোনালিসা উইমেন্স ক্লাবের ফ্রি রেজিস্ট্রেশন এবং নতুন মোড়কের মোনালিসার ফ্রি স্যাম্পল বিতরণ করা হয়। সেমিনারে অত্র দুই প্রতিষ্ঠানে কয়েকশ’ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ১৬, ২০১৭
এমবিএইচ/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।