বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) পরীক্ষা চলাকালে কেন্দ্রে উপস্থিত না থাকায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অন্যদিকে, একই কেন্দ্রে দায়িত্বরত গিমাডাঙ্গা মহিলা মাদ্রাসার প্রভাষক নিমাই চন্দ্র মালাকার নিজ কক্ষে না থেকে অন্য কক্ষে গিয়ে শিক্ষার্থীদের নকলে সহযোগিতা করছিল এমন অভিযোগে তাকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।
টুঙ্গীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল্লাহ হল পরিদর্শনে গিয়ে এসব আদেশ দেন।
তিনি জানান, তিনি বেলা সাড়ে ১১টায় ওই কেন্দ্রে গিয়ে কেন্দ্র সচিবকে উপস্থিত পাননি এবং দ্বায়িত্বরত অপর প্রভাষক নিজ রুম ছেড়ে অন্য রুমে গিয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করেছিলেন এ কারণে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
আরএ