ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় বিভিন্ন মামলার ১২ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
মাগুরায় বিভিন্ন মামলার ১২ আসামি গ্রেফতার

মাগুরা: মাগুরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ১২ আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে তাদের গ্রেফতার করা হয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ভোরে মাগুরা শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দু’টি দেশি অস্ত্র ও ইয়াবাসহ শহরের মোল্লাপাড়ার তুষার শেখ (৩৫), শিমুল ও ঝিনাইদহের সোহেলকে গ্রেফতার করা হয়।

তুষারের বিরুদ্ধে থানায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১৩টি মামলা রয়েছে।

অন্যদিকে, শহরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বিকাশ শিকদার, চান মিয়া, মিজান, শেফালী ও তার মেয়ে তৃপ্তিসহ আরো নয়জনকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা, বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট ও কয়েক বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত ১২ জনকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও  জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।