বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী পরিচয়পত্র বিতরণের উদ্বোধন করেন। ৩২৪ জন প্রতিবন্ধীকে সরকার প্রদত্ত এ পরিচয়পত্র বিতরণ করা হয়।
এ বিষয়ে চেয়ারম্যান ইয়াকুব বাংলানিউজকে জানান, যেসব প্রতিবন্ধীরা পরিচয়পত্র পেয়েছেন তারা দেশের সকল প্রকার সরকারি সুবিধাদি বিনামূল্যে ভোগ করতে পারবেন। এ ক্ষেত্রে তারা যাতায়াত ও চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ পাবেন।
এ সময় উপস্থিত ছিলেন পূর্বধলা সমাজসেবা কার্যালয়ের কারিগরি প্রশিক্ষক রোকেয়া বেগম, ইউপি সদস্য মো. সোহেল মিয়া, মো. আজিজুল হক, মো. আবুল কালাম ও ইউপি সচিব মো. নিজাম উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এজি/এনটি