ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পূর্বধলায় পরিচয়পত্র পেল ৩২৪ জন প্রতিবন্ধী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
পূর্বধলায় পরিচয়পত্র পেল ৩২৪ জন প্রতিবন্ধী

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা উপজেলার খালিশাউড়া ইউনিয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচয়পত্র দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী পরিচয়পত্র বিতরণের উদ্বোধন করেন। ৩২৪ জন প্রতিবন্ধীকে সরকার প্রদত্ত এ পরিচয়পত্র বিতরণ করা হয়।

এ বিষয়ে চেয়ারম্যান ইয়াকুব বাংলানিউজকে জানান, যেসব প্রতিবন্ধীরা পরিচয়পত্র পেয়েছেন তারা দেশের সকল প্রকার সরকারি সুবিধাদি বিনামূল্যে ভোগ করতে পারবেন। এ ক্ষেত্রে তারা যাতায়াত ও চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন পূর্বধলা সমাজসেবা কার্যালয়ের কারিগরি প্রশিক্ষক রোকেয়া বেগম, ইউপি সদস্য মো. সোহেল মিয়া, মো. আজিজুল হক, মো. আবুল কালাম ও ইউপি সচিব মো. নিজাম উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এজি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।