বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের আয়োজনে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রেলওয়ে খুলনা স্টেশন চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও মহাসচিব জি এম সজিব মোল্লার পরিচালনায় এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন আন্দোলনের ভাইস চেয়ারম্যান মোল্লা সিরাজুল ইসলাম নয়ন, ইঞ্জিনিয়ার এজাজ মানসুর, যুগ্ম-সচিব তরিকুল ইসলাম কাবির, মোহাম্মাদ মিলন, আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, হাসিব গোলদার, প্রচার সম্পাদক এসকে নাজমুল হাসান, ইসহাক ফরিদ ও মিরাজ আল সাদি প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, রেলওয়ের প্রাচীন ও ঐতিহ্যবাহী এলাকা খুলনায় প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে আধুনিক রেলস্টেশন নির্মাণ এবং খুলনা-কলকাতা, খুলনা-মংলা, খুলনা-মংলা-ঢাকা নতুন রেলওয়ে রুট স্থাপনে সরকার কাজ করে যাচ্ছে। সেজন্য আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানাছি।
খুলনা রেলওয়ে স্টেশনের পাশে নদীপথ ও সড়কপথ এতো কাছে যে মালামাল ওঠানো-নামানো করা খুব সহজ। সে বিবেচনায় রেলওয়ের দক্ষিণাঞ্চলের নতুন সদরদফতর ফরিদপুরের বদলে খুলনায় স্থাপনের দাবি জানান বক্তারা।
অবস্থান কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের নেতারাও সংহতি প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৬০৮ে ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এমআরএম/এএটি/এইচএ/