ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়া: তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে দুই ঘণ্টা বন্ধ থাকার পর ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।  

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা অাড়াইটার দিকে বিকল্প ইঞ্জিন সংযুক্ত করার পর ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে চলাচলকারী কমিউটার ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের অাউটারের পুনিয়াউট রেলক্রসিং এলাকায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধারের চেষ্টা চলছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার শোয়েব অাহমেদ বাংলানিউজকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার উদ্দেশে ছাড়ার জন্য তিতাস কমিউটার ট্রেনটির ইঞ্জিন ঘোরানো হচ্ছিল। এসময় ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। এতে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

স্টেশন মাস্টার অারো জানান, অারেকটি ইঞ্জিন সংযুক্ত করার পর ট্রেনটি ঢাকার উদ্দেশে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে গেছে।  

আখাউড়া লোকোসেড থেকে অাসা একটি উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধারের চেষ্টা করছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।