ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে জঙ্গিবাদ ও মাদকবিরোধী মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
পঞ্চগড়ে জঙ্গিবাদ ও মাদকবিরোধী মতবিনিময় সভা জঙ্গিবাদ ও মাদকবিরোধী মতবিনিময় সভা

পঞ্চগড়: জঙ্গি ও মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার-এ শ্লোগানকে সামনে রেখে জঙ্গি ও মাদকের বিরুদ্ধে জনমত সৃষ্টিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশের আয়োজনে পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত কর্মকর্তা নাঈমুজ্জামান মুক্তা, পঞ্চগড়ের পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ বক্তব্য রাখেন।


 
এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নে লালিত সোনার বাংলায় সুস্থ জাতি গঠনে সমাজ থেকে জঙ্গি, মাদক নির্মূল ও বাল্যবিয়ে প্রতিরোধসহ সমাজের বিভিন্ন অসংগতি প্রতিরোধে অঙ্গীকার করেন।

সভায় কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, বিবাহ রেজিস্টার (কাজী), ইমাম, শিক্ষক, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, সাংবাদিকসহ সব শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
 
এ সময় অতিথিরা জনপ্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং বিভিন্ন সমস্যা উত্তরণের জন্য মতামত গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।