ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাবি ছাত্র ইউনিয়নের ৩০তম সম্মেলন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
রাবি ছাত্র ইউনিয়নের ৩০তম সম্মেলন রাবি ছাত্র ইউনিয়নের ৩০তম সম্মেলন

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র ইউনিয়নের ৩০তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে আমতলায় সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মিনহাজুল আবেদীন।

এসময় অধ্যাপক আবদুস সালাম বলেন, তথ্য-প্রযুক্তি ভিত্তিক জ্ঞান নয়, তথ্য-প্রযুক্তিকে জ্ঞানে রুপান্তর করতে হবে। তাহলে জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

ছাত্র ইউনিয়নকেই এ দায়িত্ব নিতে হবে। দেশের প্রত্যেক কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ থাকতে হবে। ছাত্র সংসদ নির্বাচন হলে নতুন নেতৃত্ব আসবে, নতুন নতুন চিন্তা আসবে। এভাবেই দেশ এগিয়ে যাবে।

তিনি আরো বলেন, মানুষ যেমন সামাজিক জীব তেমনি বিশ্ববিদ্যালয় হচ্ছে সামাজিক সত্ত্বা। বিশ্ববিদ্যালয়কে সেই ভূমিকা রাখতে হবে যা রাষ্ট্র ও রাষ্ট্রের জনগণ প্রত্যাশা করে। এই প্রত্যাশা জাতিকে পথ প্রদর্শনের, নেতৃত্ব তৈরীর।

এর আগে বেলা সাড়ে ১১টায় গ্রন্থাগারের পেছন থেকে একটি র‌্যালি বের করে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়।

রাবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সোহানের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন- রাবি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সুমনা সরকার ঝুমুর, সহ-সভাপতি শফিকুল ইসলাম, রাবি ছাত্র ফেডারেশনের সভপতি কিংশুক কিঞ্জল, বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সহ-সভাপতি তাসনুভা তাহরীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।