বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে উদ্ধার হওয়া মদের চালানটি নিয়ে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সিলেট জেলা পুলিশ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা সাংবাদিকদের জানান, উপ-পরিদর্শক (এসআই) মো. মশিউর রহমানের নেতৃত্বে গোয়েন্দা শাখার একদল পুলিশ প্রায় দুই ঘণ্টা অভিযান চালায়।
এ বিষয়ে উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় অজ্ঞাতদের আসামি করে মাদক আইনে একটি মামলা (নং-১২/১৬/২/১৭) দায়ের করেছেন বলেও জানান সুজ্ঞান চাকমা।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এনইউ/এসআরএস/আইএ