বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কে এ দুর্ঘটনা ঘটে। শহিদুল জুংগীপুর রুলিপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউসার চৌধুরী বাংলানিউজকে জানান, সকালে ভূঞাপুর থেকে অটোরিকশায় করে কর্মস্থল জুংগীপুর রুলিপাড়া উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিলেন শহিদুল। পথে ছাব্বিশা নামক এলাকায় এলে অটোরিকশাটি ব্যাটারি চালিত একটি ইজিবাইকে পাশ কাটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালকসহ ছয়জন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে স্কুল শিক্ষক শহিদুলের অবস্থা অবনতি হলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
আরবি/আইএ