বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (দ্বিতীয় পর্যায়ের) প্রকল্প পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সম্প্রসারণ বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইউনিয়নে গ্রাম আদালত সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাইয়ের পাশাপাশি পার্বত্য এলাকায় বিদ্যমান প্রথাগত বিচার ব্যবস্থাকে আরও সুসংগঠিত করতে বিশেষ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
সভায় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ইকরামুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসকসহ, হেডম্যান, কার্বারী ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, জাতিসংঘ উন্নয়ন সংস্থা ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়ন এ প্রকল্প বাস্তবায়ন সহায়তা হিসেবে ৩৭ কোটি ২৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। ২০১৯ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
এছাড়া পার্বত্য অঞ্চলের চলমান উন্নয়নের অংশ হিসেবে সরকার প্রথাগত বিচার ব্যবস্থা আরও বেগবান করতে এবং গ্রাম আদালত কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এজি/আরএ