ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জ উপ-নির্বাচনে জাপার মনোনয়ন জমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
সুন্দরগঞ্জ উপ-নির্বাচনে জাপার মনোনয়ন জমা

গাইবান্ধা: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং অফিসার ও রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিনের কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- সহকারী রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মোতাহসিম, সাবেক সংসদ সদস্য ও জাপার কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং জেলা জাপার সভাপতি আবদুর রশিদ সরকার, রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা ও সুন্দরগঞ্জ পৌর জাপা সভাপতি আবদুর রশিদ সরকার ডাবলু।

উপ-নির্বাচনে এরই মধ্যে সাত প্রার্থী নির্বাচন অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে জাতীয় পার্টির পক্ষে বৃহস্পতিবার ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী মনোনয়নপত্র জমা দেন।

এ আসনে ভোটার সংখ্যা তিন লাখ ৩৩ হাজার ৩৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬২ হাজার ৫৪০ ও নারী ভোটার এক লাখ ৭০ হাজার ৮৪১ জন। মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি, বাছাই ২২ ফেব্রুয়ারি, প্রত্যাহার ১ মার্চ ও নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ মার্চ।

৩১ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারান গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শাহবাজ এলাকায় নিজ বাড়িতে হামলার শিকার হন তিনি। তার মৃত্যুতে এ আসনটি শূন্য হওয়ায় এখানে উপ নির্বাচন হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।