ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীনগরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
শ্রীনগরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢিখাল এলাকায় মরিন খান (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ সদরের আদালতপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. রতন (২২), মো. আরিফ খান (২৪) ও মো. সজিব (২৫)।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের দুপুরে আদালতপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। তদন্তের প্রয়োজনে তাদের থানায় নিয়ে আসা হয়েছে।

৫ ফেব্রুয়ারি শ্রীনগর উপজেলার রাঢিখাল এলাকায় মরিনকে কুপিয়ে হত্যা করে দ‍ুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মরিনের মা ফিরোজা বেগম অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। ‍

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।