বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ সদরের আদালতপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. রতন (২২), মো. আরিফ খান (২৪) ও মো. সজিব (২৫)।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের দুপুরে আদালতপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। তদন্তের প্রয়োজনে তাদের থানায় নিয়ে আসা হয়েছে।
৫ ফেব্রুয়ারি শ্রীনগর উপজেলার রাঢিখাল এলাকায় মরিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মরিনের মা ফিরোজা বেগম অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
আরবি/