ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পরীক্ষায় নকলে সহযোগিতা করায় এক ব্যক্তিকে জেল-জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
পরীক্ষায় নকলে সহযোগিতা করায় এক ব্যক্তিকে জেল-জরিমানা

ধামরাই: ধামরাইয়ে কালামপুর ভালুম আতাউর রহমান খান উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে নকলের কপি সরবরাহ করার দায়ে আনোয়ার (৩৮) নামে এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট তাসলিমা মোস্তারী এ আদেশ দেন।

এর আগে দুপুর ১২টার দিকে পরীক্ষা চলাকালীন অবস্থায় নকলের কপি সরবরাহ করার সময় আনোয়াকে আটক করা হয়।

দণ্ডাদেশ প্রাপ্ত আনোয়ার ধামরাই থানার চরশুংঘুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।

ধামরাই থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জুয়েল হোসেন বাংলানিউজকে বলেন, দুপুরে আনোয়ার পরীক্ষার কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে চাইলে আমরা তাকে চেক করলে তার কাছে নকল পাওয়া যায়। এসময় তাকে আটক করা হয়।

পরে বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক তাকে দুই বছরের কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।