এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ স্থানীয় অবৈধ দখলদারদের ওপর লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছোড়ে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরের কাউনিয়া টেক্সটাইল মোড়ের বটতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন- আব্দুল খালেক, দেলোয়ার, অহিদুল, শাহ্ আলম, ও শহিদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কর্মীরা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য নগরের কাউনিয়া হাউজিং মসজিদ সংলগ্ন এলাকা থেকে অভিযান শুরু করে।
দুপুর দেড়টা নাগাদ তারা উচ্ছেদ অভিযান চালাতে চালাতে কাউনিয়া টেক্সটাইল মোড় বটতলা পর্যন্ত যায়। এসময় সেখানকার অবৈধ দখলদাররা অভিযানে বাধা দিলে সিটি কর্পোরেশনের কর্মীদের সঙ্গে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা কর্পোরেশনের কর্মীদের মারধর করলে, পুলিশ তাদের বাধা দেয়।
এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছোড়ে। এতে পুলিশ, কর্পোরেশনের কর্মীসহ ২০ জন আহত হয়।
বরিশাল সিটি কর্পোরেশনের আরআই সালাউদ্দিন জানান, অবৈধ দখলদারদের হামলায় তিনিসহ কর্পোরেশনের আরআই সাজ্জাদ, সোহেল খান, ইমরান হাসান, রেজাউল, মোস্তাফিজুর রহমান, নিরাপত্তা সুপার নিকর চন্দ্র দাসসহ ৮/১০ জন আহত হয়েছেন।
অপরদিকে আহত পুলিশ সদস্যদের মধ্যে রেজাউল, আসাদ, সুমন এবং আর্মড পুলিশের ২ সদস্যসহ মোট ৮জন আহত হয়েছেন। আহতদের পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ফের যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে।
এদিকে পায়ে রাবার বুলেটে আহত হয়ে বিসিক এলাকার মাইনুল ইসলাম নামে এক যুবক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমান জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদে এসে সিটি কর্পোরেশন কর্মকর্তারা এবং পুলিশ হামলার শিকার হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এমএস/আরএ