ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গত অর্থ বছরে রফতানি হয়েছে ৮৩৭ কোটি টাকার ওষুধ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
গত অর্থ বছরে রফতানি হয়েছে ৮৩৭ কোটি টাকার ওষুধ

জাতীয় সংসদ ভবন থেকে: গত অর্থ বছরে (২০১৫-১৬) বাংলাদেশ থেকে ৫৪টি কোম্পানির ওষুধ রফতানি করা হয়েছে। বিশ্বের ১২৩টি দেশে রফতানি করা ওষুধের মূল্য ৮৩৬ কোটি ৮১ লাখ টাকা বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

সংসদে মন্ত্রী জানান, দেশি চাহিদার শতকরা ৯৮ ভাগেরও বেশি ওষুধ বর্তমানে স্থানীয়ভাবে উৎপাদিত হচ্ছে।

বর্তমানে দেশে উৎপাদিত বিভিন্ন প্রকার ওষুধ ও ওষুধের কাঁচামাল বিশ্বের ১২৭টি দেশে রফতানি হচ্ছে। ওষুধ রফতানির পরিমাণ ও দেশের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

সংসদে দেওয়া তালিকা অনুযায়ী, ওষুধ রফতানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো লিমিটেড, ইনসেপ্টা লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, দি একমি ল্যাবরেটোরিজ লিমিটেড, এসিআই লিমিটেড, রেনেটা লিমিটেড।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এসকে/এসএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।