ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে জেহাদী বইসহ দুই শিবিরকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
লক্ষ্মীপুরে জেহাদী বইসহ দুই শিবিরকর্মী আটক লক্ষ্মীপুরে জেহাদী বইসহ দুই শিবিরকর্মী আটক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে একটি মেসে তল্লাশী চালিয়ে চাঁদা আদায়ের রশিদ ও জেহাদী বইসহ দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের ডিবি রোড এলাকার একটি মেস থেকে তাদের আটক করা হয়।

আটক দুই শিবিরকর্মী হলেন- নোয়াখালীর বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে নুরুল হক ও মনিরুজাম্মান।

তারা  লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লা আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই মেসে তল্লাশী করা হয়। এসময় জেহাদী বই ও চাঁদা আদায়ের রশিদসহ তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।