বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে জানান, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ১০ সদস্যের দল রাজধানীর সার্কুলার রোড (ভূতের গলি) থেকে তাকে ২০ হাজার টাকা ঘুষসহ হাতেনাতে গ্রেফতার করেন।
ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার জানান, মোস্তফা মোহাম্মদ আলী নামে একজন অভিযোগ করেন, তার নিজ বাড়ির সিটি কর্পোরেশনের কর অতিরিক্ত নির্ধারণ করে তা কমিয়ে দেওয়ার শর্তে উপ-কর কর্মকর্তা তোফাজ্জেল হোসেন জমাদ্দার ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার দুপুর থেকে বিশেষ টিমের সদস্যরা মোস্তফা মোহাম্মদ আলীর বাড়ির চারদিকে ওঁত পেতে থাকেন। বিকেল ৫টায় ঘুষ গ্রহণকালে অভিযোগকারীর নিজ বাড়ির সামনে থেকে তোফাজ্জল হোসেন জমাদ্দারকে গ্রেফতার করেন। তার দেহ তল্লাশি করে আরও ১ লাখ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।
দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াদুদ আলম বাদী হয়ে কলাবাগান থানায় মামলা দায়ের করেছেন।
আগামী রোববার (১৯ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃত তোফাজ্জলকে আদালতে হাজির হবে বলে দুদক সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এসজে/এএসআর