ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পুনর্বাসন না করে হকারদের উচ্ছেদ নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
পুনর্বাসন না করে হকারদের উচ্ছেদ নয় হকারদের উচ্ছেদ না করার দাবি জানিয়ে সমাবেশ, ছবি: শাকিল

ঢাকা: পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ না করার দাবি জানিয়েছে ইসলামী হকার্স শ্রমিক আন্দোলন নামে একটি সংগঠন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ করো' শীর্ষক হকার্স সমাবেশে এ দাবি জানানো হয়।

ইসলামী হকার্স শ্রমিক আন্দোলনের সভাপতি ইমাম হোসেন ভূঁইয়া বলেন, আমাদের উচ্ছেদ করতে হলে আগে পুনর্বাসন করতে হবে।

মিথ্যা মামলা দিয়ে আমাদের বিভিন্ন নেতাদের গ্রেফতার করা হয়েছে। তাদের নিঃশর্ত মুক্তি দিয়ে মামলা প্রত্যাহর করে নিতে হবে।

তিনি বলেন, ‘আমাদের পুনর্বাসন করুন, আমাদের পেটে লাথি দিয়েন না, আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমাদের রুটি-রুজি কেড়ে নিতে পারেন না। সে অধিকার আপনাদের নেই।

‘আমরা এখনও শান্তিপূর্ণভাবে সমাবেশ করে যাচ্ছি, ধৈর্য্য ধরেছি, কঠোর আন্দোলনে নামতে আমাদের বাধ্য করবেন না’- যোগ করেন ইমাম হোসেন।

হকাররা আজ মানবেতর জীবন যাপন করছে উল্লেখ করে তিনি বলেন, তাদের রুটি-রুজির জন্য সংগ্রাম করার সময় তাদের বিরুদ্ধে আবার মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এটা অন্যায়, জুলুম।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আশরাফ আলী আকন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব এ টি এম হেদায়েত উদ্দিন, হকার্স নেতা মো. জাকির হোসেন, মো. হাবিবুর রহমান, মো. শাহাজাদা হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এসজেএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।