ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে মাদকসহ আটক ১৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
মানিকগঞ্জে মাদকসহ আটক ১৪ মানিকগঞ্জে মাদকসহ আটক ১৪-ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নেশা জাতীয় ইনজেকশন, ইয়াবা ও গাঁজাসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার মাহফুজুর রহমান। এর আগে বুধবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি বলেন, পুলিশের দেওয়া তথ্য মতে, মানিকগঞ্জ হাসপাতাল গেটের বিপরীতে অবস্থিত বাবু ফার্মেসির মালিক দীলিপ কুমার রায় ও তার ছেলে রাজিব রায়কে আটক করা হয়। পরে তাদের দোকান ও বাড়ি থেকে নেশা জাতীয় বিভিন্ন ইনজেকশনের ২৩ হাজার ৫০৫টি অ্যাম্পুল উদ্ধার করা হয়।

জেলার ছয়টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ১৪ জনকে আটক করা হয়। এরা হচ্ছেন- সিংগাইর উপজেলার মো. পান্নু মিয়া (১৮) ও সাদ্দাম হোসেন (২২)। তাদের ইয়াবাসহ আটক করা হয়।

গাঁজাসহ আটক ব্যক্তিরা হলেন-শিবালয় উপজেলার মনির (৩৫) ও উজ্জ্বল মিয়া (৩৪), দৌলতপুর উপজেলার সিরাজুল ইসলাম (৩০), শরিফুল ইসলাম শিপন (২৮), নুরুল ইসলাম সোনাই (৩৮) ও শামীম হোসেন (২৮) ঘিওর থানার আমজাদ হোসেন (৪৫) ও নিলয় পারভেজ (২৫), হরিরামপুর থানান মো. লিটন (৩০)।

এছাড়া সিআইডি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ময়নাল হোসেনের নেতৃত্বে সদর থানা থেকে বিপুল হোসেনকে (৩৫) গাঁজাসহ আটক করা হয়।  

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।