আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের গাড়ি ভাঙচুরের ঘটনা কেন্দ্র করে নগরীর টিলাগড়ের গোপালটিলায় ট্রাক শ্রমিক নেতা আবু সরকারের বাসা ও শ্রমিক ইউনিয়নের অফিসে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেশীয় অস্ত্র হাতে কতিপয় যুবক শ্রমিক ইউনিয়নের অফিসে হামলা করে ভাঙচুর চালায়।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টায় ধর্মঘট প্রত্যাহারের পর নগরীর সোবহানীঘাটে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে (ঢাকা মেট্রো- ঘ-১৩-৪৪৯৯) পরিবহন শ্রমিকরা হামলা চালায়।
এরই জের ধরে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা আবু সরকারের বাসায় হামলা চালিয়েছে বলে দাবি শ্রমিক নেতাদের।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলানিউজকে হামলার সত্যতা স্বীকার করে বলেন, শ্রমিক ইউনিয়নের অফিসে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এদিকে দরগাহ এলাকায় শ্রমিক অফিস কার্যালয় ভাঙচুরের পর শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় নগরীর আম্বরখানায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিলো।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এনইউ/এএ