শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টা থেকে ৩টা পর্যন্ত মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় তারা। পরে পুলিশের মধ্যস্থতায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
জানা গেছে, পটুয়াখালী-বরিশাল রুটের বিআরটিসি বাসের স্টাফরা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করলে দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে ওই মহাসড়ক অবরোধ করে।
অবরোধকালে সড়কে ইট, বালুর বস্তা ও বাস ফেলে রাখে শিক্ষার্থীরা। এছাড়া দু’টি প্রাইভেটকার ভাঙচুর চালায় তারা।
পরে পরিস্থিতি উত্তপ্ত দেখে পুলিশ সড়কের দু’পাশে অবস্থান নিয়ে যানবাহন নিয়ন্ত্রণে আনে। এসময় সড়কের দু’পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রানা মণ্ডল বাংলানিউজকে জানান, তাদের বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় ব্যাচের ছাত্র ফারহান হোসেন রুবেল বিআরটিসি বাসে চড়ে আমতলী থেকে বরিশালের উদ্দেশে আসছিল। লেবুখালি ফেরিতে বাসের ভাড়া দেওয়ার সময় সুপারভাইজারকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে সে অনুযায়ী ভাড়া রাখতে বললে ওই শিক্ষার্থীর পরিচয়পত্র দেখতে চাওয়া হয়।
রুবেল তার পরিচয়পত্র দিলে সেটি আটকে রেখে তাকে লাঞ্ছিত করা হয় এবং খয়েরাবাদ সেতুতে নামিয়ে দেওয়া হয়।
পরে রুবেল সহপাঠীদের বিষয়টি জানালে তারা ববি ক্যাম্পাসের সামনে বরিশাল-পটুয়াখালী সড়কে অবস্থান নেয়।
ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখে বাসের চালক গাড়িটি ঘুরিয়ে পেছনের দিকে চলে যায়। পরে শিক্ষার্থীরা লাঞ্ছিতকারীদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রক্টর শফিউল আলম বাংলানিউজকে জানান, সড়ক অবরোধের বিষয়টি তারা জানতে পেরে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। পরে তারা বাস মালিক সমিতির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন।
বাস মালিক সমিতির নেতারা রোববার (১৯ ফেব্রুয়ারি) এসব বিষয় নিয়ে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন। এছাড়া পুলিশ একজনকে আটকের বিষয় নিশ্চিত করলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আব্দুর রউফ খান বাংলানিউজকে জানান, তারা আজিম নামে ওই বাসের এক স্টাফকে আটক করেছেন। যে শিক্ষার্থীর সঙ্গে ঘটনা ঘটেছে তিনি লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে ক্যাম্পাস ও এর আশপাশের এলাকার পরিস্থিতি স্বাভাবিক এবং যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এমএস/আরবি