শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ডা. মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ডা. এইচ এ গোলন্দাজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
একই সঙ্গে তারা এ হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচিরও ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) হোস্টেল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসের দিকে আসার পথে নগরীর বাঘমারা মোড়ে সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞাত পরিচয় কিছু সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এতে তন্ময়ের নাক ফেটে যায়, মাথাসহ শরীরের বিভিন্ন অংশ ক্ষত-বিক্ষত হয়।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এমএএএম/টিআই