শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরের ফকির বাড়ি রোডের শিক্ষা ভবনের বিএনডিএন মিলনায়তনে আয়োজিত সুজনের বরিশাল আঞ্চলিক পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ-এ স্লোগান নিয়ে অনুষ্ঠিত সভায় বদিউল আলম আরো বলেন, সার্চ কমিটি নিয়ে বিতর্ক থাকলেও প্রধান নির্বাচন কমিশনার জাতিকে যে কথা দিয়েছেন, তা বাস্তবায়ন হলে দেশ ভয়াবহ সংকট থেকে মুক্তি পাবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বদিউল আলম বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন গণতন্ত্রের পূর্ব শর্ত। এজন্য নির্বাচন কমিশন খুব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন শক্তিশালী ও মেরুদণ্ড সম্পন্ন নিরপেক্ষ হতে হবে। সঙ্গে সঙ্গে নির্বাচনকালীন সরকারকেও দায়িত্বশীল আচরণ করতে হবে।
তিনি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের কর্মকর্তারা যদি নিরপেক্ষ ও দায়িত্বশীল আচরণ না করেন, তাহলে সবচেয়ে শক্তিশালী নির্বাচন কমিশনও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারবে না।
জেলা সুজনের সভাপতি মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের সভাপতিত্বে আঞ্চলিক পরিকল্পনা সভায় আরো বক্তব্য রাখেন- সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার, বরিশাল জেলা সুজনের সম্পাদক কাজল ঘোষ, মহানগর সম্পাদক সুশান্ত ঘোষ, পিরোজপুর জেলা সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী ও জেলা মহিলা পরিষদের সহ সভাপতি অধ্যাপক শাহ সাজেদা প্রমুখ।
আঞ্চলিক কর্মপরিকল্পনা সভায় বরিশাল অঞ্চলের ছয়টি জেলার বিভিন্ন উপজেলার নানা শ্রেণি-পেশার নাগরিকরা অংশ নেন। সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে সংগঠনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এমএস/আরবি/এসআই