শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে নগরের চাঁদমারী খেয়াঘাট সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ৪ জনকে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন, জাহাজের স্টাফ মো. শহিদুল ইসলাম (৫০), মো. হুমায়ুন কবির (৫০), গ্রীজার নাজমুল (৪৫) ও মো. আবু সুফিয়ান (২৪) । তবে আহত বাবুর্চি সানাউল্লাহ (৪৫) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ট্যাংকারের লস্কর সোহেল ও কাইয়ুম হোসেন জানান, তারা যমুনা অয়েল কোম্পানির তেল নিয়ে গত ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে বরিশালের উদ্দেশে রওয়ানা দেন। জাহাজের ১৪ জন স্টাফের মধ্যে ৩ জন ছুটিতে রয়েছে। বাকি সবাই মিলে রাতে জাহাজটিকে আনলোড করার জন্য চাঁদমারী খেয়াঘাট সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে যমুনা’র জেটিতে নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
এ সময় ইঞ্জিনরুমে বিকট শব্দ হয়ে আগুন ধরে যায়। সেখানে থাকা দগ্ধ ও আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে তারা হাসপাতালে পাঠান। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয়।
আহত বাবুর্চি সানাউল্লাহ জানান, জাহাজটি ৯ লক্ষ লিটারের বেশি পেট্রোল ও ডিজেল রয়েছে। আনলোড করার প্রস্তুতির সময় ইঞ্জিনের ভেতরে বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় জাহাজের ইঞ্জিনরুম ও ডেক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফারুক হোসেন বাংলানিউজকে জানান, ঘটনার পর ৪ জনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
তিনি জানান, বিস্ফোরণে জাহাজের ইঞ্জিনরুম ও ডেকের ক্ষয়ক্ষতি হয়েছে। সার্বিক নিরাপত্তার লক্ষে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ও একটি উদ্ধারকারী জাহাজ ও বেসরকারি একটি কার্গোর সাহায্যে তেলবাহী ট্যাংকারটিকে টেনে তীরে যমুনার জেটিতে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের বার্ণ ইউনিটের রেজিস্ট্রার ডা. মো. শাহিন জানান, ভর্তি হওয়া ৪ জনের মধ্যে মো. আবু সুফিয়ান আশঙ্কামুক্ত। তবে বাকি ৩ জনের অবস্থা গুরুতর, তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
বাংলাদেশ সময় : ০৫৩৫ ঘন্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এমএস/আরআই