ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ভাতিজাদের পিটুনিতে আহত ব্যক্তির মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
সৈয়দপুরে ভাতিজাদের পিটুনিতে আহত ব্যক্তির মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর উপজেলার বালাপাড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজাদের পিটুনিতে আহত শমসের আলী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, 
বালাপাড়ায় জমি নিয়ে চাচা শমসের আলীর সঙ্গে তার ভাতিজাদের বিরোধ ছিল।

এর জের ধরে তিনদিন আগে বাকবিতণ্ডার একপর্যায়ে ভাতিজাদের লাঠির আঘাতে শমসের আলী আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান।  

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।