ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ২ দোকানে আগুন, লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
মাদারীপুরে ২ দোকানে আগুন, লাখ টাকার ক্ষতি

মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার চরমুগুরিয়া বন্দরে সেলিম সুপার মার্কেটের দু’টি দোকান আগুনে পুড়ে গেছে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। 

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।  

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিত্য গোপাল সরকার জানান, জিয়াউর রহমান জিয়া নামে এক ব্যক্তির মালিকানাধীন ফুলকুলি কসমেটিক্সের দোকান ও তার বাসা একই সঙ্গে।

তাদের জ্বলন্ত চুলা থেকে আগুন লেগে ওই দোকান ও আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। তবে তার আগেই আগুনে মালপত্রসহ ওই কসমেটিক্সের দোকান ও একটি জুতার দোকানের পেছনের অংশ পুড়ে ছাই হয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।