ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় প্রান্ত (৫) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের পাশে আদর্শপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রান্ত একই এলাকার প্রদীপ কুমারের ছেলে। সে আব্দুল হাই স্কুলের প্লে গ্রুপের ছাত্র।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বাংলানিউজকে জানান, বেলা ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরছিল প্রান্ত। পথে স্টেডিয়াম এলাকায় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা প্রান্তকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।