ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আটঘরিয়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
আটঘরিয়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা

পাবনা: পাবনার আটঘরিয়া উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রী আঁখি খাতুনকে শ্বাসরোধে হত্যা করেছে জয়দুল নামে এক যুবক। রোববার (১৯ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার একদন্ত পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকে আঁখির স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।

নিহত আঁখির পরিবার জানায়, তিন মাস আগে আটঘরিয়ার একদন্ত পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে জয়দুলের সঙ্গে বেড়া উপজেলার আমিনপুর থানার আব্দুল হালিম শেখের মেয়ে আঁখির সঙ্গে বিয়ে হয়।

বিয়ের পর থেকেই জয়দুল একটি মোটরসাইকেল ও ৫০ হাজার টাকার দাবিতে আঁখিকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিল।

এর জের ধরে রোববার ভোরে আঁখি ও  জয়দুলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আঁখিকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে জয়দুল।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যৌতুকের দাবিতে আঁখিকে হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় পাবনা আটঘরিয়া থানায় নিহত আঁখির মা রুনি খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।