রোববার (১৯ ফেব্রুয়ারি) ভোরে শহরের সৈয়ারপুর স্কুল সড়কে লন্ডন প্রবাসী মনির মিয়ার বাসা জোৎস্না ভিলায় এ ডাকাতি হয়।
খবর পেয়ে পৌরসভার ফজলুর রহমান, একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মসুদ আহমদ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মনির মিয়ার চাচাতো ভাই দেলোয়ার মিয়া বাংলানিউজকে জানান, ডাকাতরা ভোরে বাসার পেছনের একটি দরজার তালা ভেঙে ঘরে ঢুকে বাসার সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।
পরে আলমারিতে থাকা নগদ দুই লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহমদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে শহরে অভিযান চালিয়ে এক ডাকাতকে আটক করে কিছু তথ্য পাওয়া গেছে। সেই সূত্রে বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
আরএ