রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে আটকদের কারাগারে পাঠানো হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া জোনের সহকারী কমিশনার সাব্বির আহমেদ সরফরাজ।
তিনি জানান, শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে মহানগরীর ডিঙ্গাডোবা এলাকা থেকে তাদের আটক করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া জোনের সহকারী কমিশনার সাব্বির আহমেদ সরফরাজ বলেন, ডিঙ্গাডোবা এলাকায় মাঠের ভেতর একটি ঘর বানিয়ে সেখানে জুয়ার আসর বসতো। এনিয়ে স্থানীয়রা পুলিশের কাছে অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতে সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১৪ জনকে আটক করা হয়। পরে তাদের নামে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তবে ১৪ জনের মধ্যে তিনজন কারারক্ষী কিনা তা খতিয়ে দেখা হয়নি বলে দাবি করেন তিনি।
এদিকে, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন স্বীকার করেছেন ১৪ জনের মধ্যে তিনজন কারারক্ষী। তাদের পরিচয়ও নিশ্চিত করেছেন তিনি।
কারারক্ষী হলেন, মানিক হোসেন, হাবিব আহমেদ ও মিল্টন হোসেন। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ঊর্ধ্বতন এই কারা কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এসএস/এএটি/আইএ