ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সওজ’র আইন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
সওজ’র আইন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট

ঢাকা:  সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এস্টেট আইন কর্মকর্তা কার্যালয়ের সহকারী আইন কর্মকর্তা জহুরুল হকের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৯ ফেব্রুয়ারি) নির্ধারিত বৈঠকে কমিশন ঘুষসহ হাতে নাতে আটক জহুরুল হকের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেয় বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জন সংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

তিনি বাংলানিউজকে জানান, ২০১৬ সালের ৯ নভেম্বর ঘুষ গ্রহণের সময় দুদকের অভিযাত্রিক দলের হাতে আটক হন তিনি।

পরে দুদকের সহকারী পরিচালক মো. মনিরুল হক তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ওই দিনই একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ১১।  

এছাড়া সব প্রকার আইনানুগ প্রক্রিয়া ও তদন্ত শেষে কমিশনের উপসহকারী পরিচালক নাজিম উদ্দিন তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সুপারিশ করেন। এরই পরিপ্রেক্ষিতে কমিশন অভিযোগপত্র অনুমোদন দিয়েছে।

২০১৬ সালের ৯ নভেম্বর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বেনিয়ান শেড ফুড কোর্ট থেকে ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে আটক হন জহুরুল হক।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এসজে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।