রোববার (১৯ ফেব্রুয়ারি) নির্ধারিত বৈঠকে কমিশন ঘুষসহ হাতে নাতে আটক জহুরুল হকের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেয় বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জন সংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
তিনি বাংলানিউজকে জানান, ২০১৬ সালের ৯ নভেম্বর ঘুষ গ্রহণের সময় দুদকের অভিযাত্রিক দলের হাতে আটক হন তিনি।
এছাড়া সব প্রকার আইনানুগ প্রক্রিয়া ও তদন্ত শেষে কমিশনের উপসহকারী পরিচালক নাজিম উদ্দিন তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সুপারিশ করেন। এরই পরিপ্রেক্ষিতে কমিশন অভিযোগপত্র অনুমোদন দিয়েছে।
২০১৬ সালের ৯ নভেম্বর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বেনিয়ান শেড ফুড কোর্ট থেকে ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে আটক হন জহুরুল হক।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এসজে/পিসি