ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মালয়েশিয়ায় ৪৩ বাংলাদেশিসহ ১৬৯ অভিবাসী আটক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
মালয়েশিয়ায় ৪৩ বাংলাদেশিসহ ১৬৯ অভিবাসী আটক

ঢাকা: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে ৪৩ জন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১৬৯ নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, সেলাঙ্গর পেতালিং জায়া’র সানওয়ে পিরামিড শপিং কমপ্লেক্সে দীর্ঘ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, জর্ডান, সিরিয়া, ক্যামেরুন, কেনিয়া, ফিলিপাইন এবং কিরগিজস্তানের অন্তত ৩শ’ নাগরিককে অবৈধ অভিবাসনের দায়ে অভিযুক্ত করা হয়।

পরে কাগজপত্র যাচাইয়ের পর ৪৩ বাংলাদেশিসহ ১৬৯ জনের কাছে বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করে শাহ আলমের একটি ক্যাম্পে নেওয়া হয়েছে।

স্থানীয় সময় শনিবার (১৮ ফেব্রুয়ারি) চালানো এই অভিযানে, ইমিগ্রেশন পুলিশ, রেলওয়ে, জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা, সিভিল ডিফেন্স কর্তৃপক্ষসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।