স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুল আওয়াল বাংলানিউজকে জানান, বিকেলে গয়হাট্টা বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মম। এসময় একটি টলি পেছন থেকে তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।
খবর পেয়ে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যান তিনি।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার বিষয়টি আমরা অবগত নই।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
আরবি/