রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। মিঠু উপজেলার খামারপাড়া গ্রামের মৃত একরামুল হক বুদুর ছেলে।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পালানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৮ পিস ইয়াবাসহ মিঠুকে আটক করা হয়।
এ ঘটনায় মিঠুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
আরবি/