ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জেলগেট থেকে ফের গ্রেফতার উপজেলা চেয়ারম্যান হিরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
জেলগেট থেকে ফের গ্রেফতার উপজেলা চেয়ারম্যান হিরণ

ময়মনসিংহ: জামিনে মুক্তির পর ফের জেলগেট থেকে গ্রেফতার হয়েছেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন তিনি।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে বের হওয়ার পর কারাগারের গেটে গৌরীপুর থানার দু’টি প্রতিমা ভাংচুর মামলায় তাকে আবারও গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৪ ফেব্রুয়ারি রাতে উপজেলা পরিষদ এলাকা থেকে উপজেলা চেয়ারম্যান হিরণকে গ্রেফতার করে পুলিশ। ওই মামলায় ১৬ ফেব্রুয়ারি আদালত থেকে জামিন লাভ করেন তিনি। এ জামিনের আদেশ জেলগেটে গেলে কোতোয়ালি থানা পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলায় ওইদিনই তাকে গ্রেফতার দেখানো হয়।

ওই মামলায়ও জামিন লাভ করলে অজ্ঞাতনামা দু’টি প্রতিমা ভাংচুর মামলায় তাকে আবারও গ্রেফতার করা হয় বলে জানান হিরণের ছোট ভাই ও আইনজীবী কামরুল হাসান কিরণ।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এমএএএম/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।