রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে বের হওয়ার পর কারাগারের গেটে গৌরীপুর থানার দু’টি প্রতিমা ভাংচুর মামলায় তাকে আবারও গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
গত ১৪ ফেব্রুয়ারি রাতে উপজেলা পরিষদ এলাকা থেকে উপজেলা চেয়ারম্যান হিরণকে গ্রেফতার করে পুলিশ। ওই মামলায় ১৬ ফেব্রুয়ারি আদালত থেকে জামিন লাভ করেন তিনি। এ জামিনের আদেশ জেলগেটে গেলে কোতোয়ালি থানা পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলায় ওইদিনই তাকে গ্রেফতার দেখানো হয়।
ওই মামলায়ও জামিন লাভ করলে অজ্ঞাতনামা দু’টি প্রতিমা ভাংচুর মামলায় তাকে আবারও গ্রেফতার করা হয় বলে জানান হিরণের ছোট ভাই ও আইনজীবী কামরুল হাসান কিরণ।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এমএএএম/জিপি/এএসআর