রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন এমপি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ চত্বরে এ প্রকল্পের উপকারভোগীদের মধ্যে ইলেক্ট্রনিক পদ্ধতিতে টাকা দেওয়া ও ক্যাশ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপজেলার দুটি ইউনিয়নের বাছাইকৃত ৫১ জন উপকারভোগীর মধ্যে ইলেকট্রিক পদ্ধতিতে অর্থ ও ক্যাশ কার্ড দেওয়া হয়।
এরপর মন্ত্রী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের খাটামারিতে স্বপ্ন প্রকল্পের রাস্তা পরিদর্শন, বৃক্ষরোপন এবং শেষে স্বপ্ন প্রকল্পের উপকারভোগীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এনটি