ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে যত্ন প্রকল্পের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
কুড়িগ্রামে যত্ন প্রকল্পের উদ্বোধন ক্যাশ কার্ড বিতরণ করছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন

কুড়িগ্রাম: অতিদরিদ্র অন্ত‍ঃসত্ত্বা নারী ও পাঁচ বছরের কম বয়সী শিশু ও তাদের মায়ের স্বাস্থ্য সুরক্ষায় ও বিশ্ব ব্যাংকের সহায়তায় ২ হাজার ৩৭৭ কোটি টাকা ব্যয়ে ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেস্ট (আইএসপিপি) যত্ন প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ সরকার।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন এমপি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ চত্বরে এ প্রকল্পের উপকারভোগীদের মধ্যে ইলেক্ট্রনিক পদ্ধতিতে টাকা দেওয়া ও ক্যাশ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপজেলার দুটি ইউনিয়নের বাছাইকৃত ৫১ জন উপকারভোগীর মধ্যে ইলেকট্রিক পদ্ধতিতে অর্থ ও ক্যাশ কার্ড দেওয়া হয়।

এরপর মন্ত্রী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের খাটামারিতে স্বপ্ন প্রকল্পের রাস্তা পরিদর্শন, বৃক্ষরোপন এবং শেষে স্বপ্ন প্রকল্পের উপকারভোগীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।