রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেকে) কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রুপালী রামপুরা বনশ্রী রোড নং-৭ বাড়ি নং-৮/এ ব্লক সি সাত তলা ভবনের তৃতীয় তলার জহিরুল ইসলামের বাসায় কাজ করতো।
রাত ৮টায় জহিরুলের ছেলে তানজিরুল ইসলাম বাংলানিউজকে জানান, বারান্দায় খেলা করার সময় গ্রিলের সঙ্গে রুপলীর গলায় ওড়না পেচিয়ে যায়। মুমুর্ষ অবস্থায় তাকে ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, রুপালীর মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এনটি