ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মেরুল বাড্ডায় যুবককে কুপিয়ে জখম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
মেরুল বাড্ডায় যুবককে কুপিয়ে জখম

ঢাকা: রাজধানীর মেরুল বাড্ডায় রাজেশ চন্দ্র (২৫) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টায় দিকে এ ঘটনা ঘটে। রাজেশ পশ্চিম মেরুল বাড্ডা এলাকায় থাকেন।

আহত যুবকের ভাই শ্যামল বাংলানিউজকে জানান, রাতে হাতিরঝিলে অজ্ঞাত পরিচয় তিন যুবক রাজেশকে কুপিয়ে জখম করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, রাজেশকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে বন্ধুদের সঙ্গে পূর্বে শত্রুতার জের ধরে রাজেশকে কুপিয়ে জখম করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এজেডএস/আরআইএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।