রোববার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ৯টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আক্তার ডেমরার ডগাইর এলাকার দুদু মিয়ার ছেলে।
আক্তার বাংলানিউজকে জানান, তিনি ডগাইর এলাকায় অটোরিকশার ব্যবসা করেন। রাতে শশুর বাড়ি আড়াইহাজার উপজেলা থেকে ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার সময় সাইনবোর্ড এলাকায় পৌঁছালে স্থানীয় ছিনতাইকারী আল আমিন, ও তার সহযোগী রগ কাটা মাসুদ, জনি ঢালী, ফারুকসহ ৮- ১০ জন যুবক তাকে ধরে সাইনবোর্ড শ্রমিক ইউনিয়নের সামনে নিয়ে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে তার কাছে থাকা ৫০হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে আহত অবস্থায় তাকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যান তারা। স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে শহরের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে ভর্তি করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বাংলানিউজকে জানান, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
আরআইএস