রোববার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে শহরের পাড়লা এলাকার আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের নাম জানা যায়ানি।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন বাংলানিউজকে জানান, রাতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা থেকে একটি ট্রাক ঢাকায় যাচ্ছিলো। ট্রাকটি শহরের পাড়লা এলাকার আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। এসময় ১ হাজার ১৯০ কেজি তেজপাতাসহ তাদের আটক করা হয়।
ভারত থেকে অবৈধপথে দেশে আসা তেজপাতাগুলো পাচারের জন্য ঢাকায় নেওয়া হচ্ছিলো। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এনটি