ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ট্রাকভর্তি ভারতীয় তেজপাতাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
নেত্রকোনায় ট্রাকভর্তি ভারতীয় তেজপাতাসহ আটক ৩

নেত্রকোনা: অবৈধপথে ভারত থেকে পাচার হয়ে আসা ট্রাকভর্তি তেজপাতাসহ নেত্রকোনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে শহরের পাড়লা এলাকার আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের নাম জানা যায়ানি।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন বাংলানিউজকে জানান, রাতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা থেকে একটি ট্রাক ঢাকায় যাচ্ছিলো। ট্রাকটি শহরের পাড়লা এলাকার আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। এসময় ১ হাজার ১৯০ কেজি তেজপাতাসহ তাদের আটক করা হয়।

ভারত থেকে অবৈধপথে দেশে আসা তেজপাতাগুলো পাচারের জন্য ঢাকায় নেওয়া হচ্ছিলো। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।