ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিসহ সব রকম নৌযান চলাচল শুরু হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ পুলিশের ইনচার্জ সামছুল আলম বাংলানিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এ কারণে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। সেসময় যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে দুইটি ফেরি আটকা পড়ে। পরে কুয়াশার ঘনত্ব কেটে গেলে আটকে পরা ফেরি গন্তব্যের উদ্দেশে রওনা হয়।

এছাড়া ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে বাস-ট্রাক ও ছোট গাড়িসহ প্রায় তিন শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে।

** পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।