ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

একুশে ফেব্রুয়ারি পালনে র‌্যাবের সব প্রস্তুতি সম্পন্ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
একুশে ফেব্রুয়ারি পালনে র‌্যাবের সব প্রস্তুতি সম্পন্ন ৠাব মহাপরিচালক বেনজীর আহমেদ- ছবি- ডিএইচ বাদল

ঢাকা: মহান একুশে ফেব্রুয়ারি পালনে র‌্যাবের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন মহাপরিচালক বেনজীর আহমেদ। 

সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে এসে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

র‌্যাব মহাপরিচালক বলেন, একুশে ফেব্রুয়ারিতে সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশের শহীদ মিনারে ভাবগাম্ভীর্যের সঙ্গে শ্রদ্ধা নিবেদন করবেন।

সেখানে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে অন্যসব ফোর্সের সঙ্গে সমন্বয় করে র‌্যাবের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি থেকে র‌্যাবের পক্ষ থেকে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাদা পোশাকে র‌্যাব সদস্যদের পাশাপাশি স্ট্যান্ডিং পেট্রোল ইউনিট রয়েছে।

ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে অভিযান চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, রোববার (১৯ ফেব্রুয়ারি) থেকে রাজধানীর ঝুঁকিপূর্ণ এলাকা সাভারসহ সম্ভাব্য সবস্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এসময় তিনি শহীদ মিনার এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন।  

পুরো এলাকাকে (শহীদ মিনার) সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে জানিয়ে বেনজীর আহমেদ বলেন, শহীদ মিনার এলাকায় ৠাবের পক্ষ থেকে ৫টি পর্যবেক্ষণ চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি পুরো এলাকাকে সিসিটিভির আওতায় কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করা হবে।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।