সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়া মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হয়নি।
আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস, গৌরবের ইতিহাস জানতে হবে। তাদের বলবো, নিজেদের সেইভাবে প্রস্তুত করতে হবে- আমরা বিশ্বসভায় মাথা উঁচু করতে চলবো। একুশ আমাদের শিক্ষা দিয়েছে মাথা নত না করার, যোগ করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ১৯৫৪ সালের আওয়ামী লীগ নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট সরকারই উর্দুর পাশাপাশি বাংলাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়, একুশে ফেব্রুয়ারিকে মহান শহীদ দিবস হিসেবে পালন শুরু করে। ১৯৯৬ সালে সরকার গঠনের পর আওয়ামী লীগই দেশের পক্ষ থেকে ইউনেস্কোতে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব দেয় এবং সেটি পাস হয়। এখানে প্রবাসী বাঙালি রফিক ও সালামের অবদান উল্লেখযোগ্য।
এখন ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার প্রস্তাব করা হবে বলে উল্লেখ করে এ বিষয়ে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।
** অতীতে প্রকৃত গুণীজনরা বঞ্চিত হয়েছেন
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এমইউএম/এটি