ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে পোল্ট্রি হ্যাচারিতে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
গাজীপুরে পোল্ট্রি হ্যাচারিতে আগুন

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা মেম্বারবাড়ি এলাকায় প্যারাগণ পোল্ট্রি লিমিটেড নামক হ্যাচারি ডিভিশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. জিহাদ মিয়া বাংলানিউজকে জানান, বানিয়ারচালা মেম্বারবাড়ি এলাকায় মশিউর রহমানের প্যারাগণ পোল্ট্রি লিমিটেড নামক হ্যাচারী ডিভিশনে আগুন লাগে।

খবর পেয়ে  জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রেণে আনে।

আগুনে মুরগি ও সেড পুড়ে যায়। তবে তাতক্ষণিকভাবে ক্ষতির পরিমান জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান জিহাদ মিয়া।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭ (আপডেট সময়: ২২০০ ঘণ্টা)
আরএস/ওএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।